ঈশ্বরদীতে পাশাপাশি দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১
পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের পাশাপাশি সংঘর্ষে মোহাম্মদ অভি (২৩) নামের এক যুবক নিহত হয়েছে এবং অপর মোটরসাইকেল আরোহী তাইজুল ইসলাম রাব্বি (২২) আহত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে লালন শাহ সেতু ভেড়ামারা টোল প্লাজার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ অভি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুরচড়া সেন্টার পাড়া গ্ৰামের সুজন সরদারের ছেলে এবং আহত তাইজুল ইসলাম রাব্বি সলিমপুর ইউনিয়নের নুরুল কনটেকটারের ছেলে। তারা সম্পর্কে ফুফাতো মামা ভাগ্নে ছিলেন। আহত রাব্বি ঈশ্বরদী সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত অভির চাচা জয় আহমেদ জানান, অভি এবং সাব্বির দুটি মোটরসাইকেল ঈশ্বরদী মেকারের কাছে সারতে দিয়েছিলেন। ঠিকমত সারা হয়েছে কিনা সেটা চেক করার জন্য তারা লালন শাহ ব্রিজে যায়। দুটি মোটরসাইকেল পাশাপাশি সংঘর্ষের কারণে অভি ও রাব্বি গুরুতর আহত হয়। ভেড়ামারা টোল প্লাজার কর্তব্যরত কর্মকর্তারা অভি এবং রাব্বিরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন এবং রাব্বির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরো জানান, অভির মৃতদেহ এখনো ভেড়ামারা থানাতে রয়েছে। থানা পুলিশ তদন্ত করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন।
ভোরামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শহিদুল ইসলাম জানান, দ্রুতগতির কারণে চলন্ত ট্রাকে পিছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেল দুটি সিসিটিভি ফুটেজ দেখা যায় মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয় পরবর্তীতে দুটি মোটরসাইকেল ছিটকায় পড়ে যায়। সেখানে মোহম্মদ নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত পরিবারের কোন দাবি না থাকাতে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাখ//এস