কাজীপুরে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬ বস্তা চাল উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুরে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় চালগুলো উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে জব্দ দেখিয়ে খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে। ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘ফুড অফিসের মাধ্যমে একটি নিয়মিত মামলা করা হবে।’
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারেন মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার শফিকুল ইসলাম নামের এক রাজমিস্ত্রীর বাড়িতে সরকারি চাল রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে রাজমিস্ত্রীর বাড়ির থাকার ঘর থেকে কালোবাজারে বিক্রি হওয়া ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন কাজীপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।
বাখ//এস