১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
কাজীপুরে রাস্তায় চাঁদা তোলায় সেনাবাহিনীর হাতে আটক ৭ : অর্থদণ্ড
সিরাজগঞ্জের কাজীপুরে রাস্তায় চলাচলরত যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদা তোলার দায়ে ৭ জনকে আটক করেছেন সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অর্থদণ্ড করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালায় কাজীপুর আর্মি ক্যাম্পের সেনাবাহিনীরা। এসময় আটকদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৬৩ টাকা, ৮টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আলমপুর এলাকার হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), সোহেল রানা (২৪), বেলাল হোসেন (৩০), সজীব মিয়া (১৯) ও মো. রুবেল রানা (৩০)।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করা থ্রী-হুইলার সহ সকল যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো। তথ্য পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।’
তিনি আরও বলেন, জব্দকৃত নগদ অর্থ একটি এতিমখানায় দেয়া হয়েছে এবং চাঁদা আদায়ের রশিদগুলো পুড়ে ফেলা হয়েছে।
বাখ//আর