তারেক রহমানকে ফিরিয়ে আনার অনুরোধ করছি প্রধান উপদেষ্টা কে : গিয়াস চেয়ারম্যান
বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন, গুম, খুন মামলা খেয়েও রাজপথে ছিল। চোরের মতোই পালিয়ে যায়নি।সৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে ১৭ দিনও থাকতে পারিনি। আমাদের পাশের দেশ ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশ জনগন তাদের প্রত্যাখান করেছে, আর জনগন বিএনপিকে বুকে টেনে নিয়েছে।তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব ১৬ কোটি জনগনের নেতা আমাদের দেশনায়ক তারেক রহমানকে অনতিবিলম্ব তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।
সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ডে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান এসব কথা বলেন।
স্থানীয় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ নং ওয়ার্ড বিএনপি শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শফির সভাপতিত্বে সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মেম্বার ও ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো:আবুল মান্নান মনার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য ও মেখল ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইছমাইল।
বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মেখল ইউনিয়নের সাধারন সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়া মেম্বার, যুগ্ন সম্পাদক, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল মেম্বার, আইন বিষয়ক সম্পাদক মো:ইসমাইল প্রমুখ। এ সময় ইউনিয়ন যুবদলের ৩সদস্য কমিটি ঘোষনা করা হয়।
বাখ//এস