১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পৃথকস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ৩ রা নভেম্বর রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ৪ নভেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে। রবিবার জেলার ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাত সাড়ে ৯ টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিন চকযদু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি (৩৫) এবং রসপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে ও খেলনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী (৪০)।

এ বিষয়ে ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন নামের একজন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এদিকে মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার বকের মোড় এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, নওগাঁ সদর থানার ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে একই দিন রাতে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আন্ধারসুরিয়া বিল এলাকা থেকে মান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলীকে (৪২) গ্রেপ্তার করেছে। বিষয়টি সোমবার সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান। তিনি বলেন, তাকে রাজনৈতিক একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
৯৬ জন দেখেছেন

নওগাঁয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নওগাঁয় পৃথকস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ৩ রা নভেম্বর রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ৪ নভেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে। রবিবার জেলার ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাত সাড়ে ৯ টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিন চকযদু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি (৩৫) এবং রসপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে ও খেলনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী (৪০)।

এ বিষয়ে ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন নামের একজন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এদিকে মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার বকের মোড় এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, নওগাঁ সদর থানার ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে একই দিন রাতে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আন্ধারসুরিয়া বিল এলাকা থেকে মান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলীকে (৪২) গ্রেপ্তার করেছে। বিষয়টি সোমবার সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান। তিনি বলেন, তাকে রাজনৈতিক একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাখ//এস