নব-যোগদানকৃত জেলা প্রশাসকের কলমাকান্দা সফর
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট বনানী বিশ্বাস কলমাকান্দায় প্রথম বারের মতো সফর করেছেন।
দিনব্যাপী সফরসূচির মধ্যে ছিল মতবিনিময় সভা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, কলমাকান্দা থানা পরিদর্শন, কলমাকান্দা উপজেলা ভূমি অফিস পরিদর্শন, পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় গ্রাম উন্নয়ন সমিতি পরিদর্শন, কলমাকান্দা সদর ইউনিয়ন ও ইউডিসি পরিদর্শন, কলমাকান্দা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন।
উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ শহিদুল ইসলাম পরিদর্শনকালীন সময়ে জেলা প্রশাসকের সফর সঙ্গী ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় করেন। এতে সংশ্লিষ্ট সকল বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাখ//এস