বানারীপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তার আর নেই
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তার (৫৯) সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শিরিন আক্তার বানারীপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিম মন্টু হাজারীর স্ত্রী। তিনি এর আগে বানারীপাড়ায় ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছিলেন।
সোমবার রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া পৌর শহরের হাজারী বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯ টায় উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে আনসার ও ভিডিপির বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট নাওশীন শারিকা, বানারীপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান, উপজেলা প্রশিক্ষক সাইফুর রহমান প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাখ//এস