১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

“শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শ্রীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী উপজেলার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীপুর উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ও ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের মাঝে জানানোর উদ্দেশ্যে সোমবার ও মঙ্গলবার (০৪ নভেম্বর ও ০৫ নভেম্বর) দুই দিনে শ্রীপুর সরকারি কলেজ, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ, আড়ুয়াকান্দি- টিকারবিলা সরকারি বঙ্গবন্ধু কলেজ, দারিয়াপুর ডিগ্রি কলেজ, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ, জি.কে আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াছিন আলী সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাস, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম সুজন, সহ-সভাপতি মাহবুব আলম মানু, যুগ্ন-সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত আলী, যুগ্ন আহ্বায়ক সবুজ হোসাইন, যুগ্ন-আহ্বায়ক চঞ্চল শেখ, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক অন্তরসহ উপজেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

২ দিনের কর্মসূচিতে মতবিনিময় ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের কবর যিয়ারত ও তাদের পরিবারের খোজ খবর নেওয়া, বৃক্ষরোপন ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার বিষয়েও খোজ- খবর নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট বলেন, আগামী দিনে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণের জন্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অংশগ্রহন ও অবদান ছিল অতুলনীয়। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জল ভবিষ্যৎ নিয়ে যে মতবিনিময় চলছে সেটা হবে সুদুরপ্রসারি। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় এলে নতুন আঙ্গিকে দেশ পরিচালিত হবে এবং দেশের মানুষ নির্বিগ্নে সুখে-শান্তিতে বসবাস করবে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৩৯ জন দেখেছেন

মাগুরার শ্রীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

আপডেট : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

“শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শ্রীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী উপজেলার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীপুর উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ও ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের মাঝে জানানোর উদ্দেশ্যে সোমবার ও মঙ্গলবার (০৪ নভেম্বর ও ০৫ নভেম্বর) দুই দিনে শ্রীপুর সরকারি কলেজ, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ, আড়ুয়াকান্দি- টিকারবিলা সরকারি বঙ্গবন্ধু কলেজ, দারিয়াপুর ডিগ্রি কলেজ, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ, জি.কে আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াছিন আলী সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাস, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম সুজন, সহ-সভাপতি মাহবুব আলম মানু, যুগ্ন-সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত আলী, যুগ্ন আহ্বায়ক সবুজ হোসাইন, যুগ্ন-আহ্বায়ক চঞ্চল শেখ, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক অন্তরসহ উপজেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

২ দিনের কর্মসূচিতে মতবিনিময় ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের কবর যিয়ারত ও তাদের পরিবারের খোজ খবর নেওয়া, বৃক্ষরোপন ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার বিষয়েও খোজ- খবর নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট বলেন, আগামী দিনে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণের জন্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অংশগ্রহন ও অবদান ছিল অতুলনীয়। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জল ভবিষ্যৎ নিয়ে যে মতবিনিময় চলছে সেটা হবে সুদুরপ্রসারি। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় এলে নতুন আঙ্গিকে দেশ পরিচালিত হবে এবং দেশের মানুষ নির্বিগ্নে সুখে-শান্তিতে বসবাস করবে।

বাখ//এস