পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কাউন্সিল অনুষ্ঠিত : মোস্তফা কামাল সভাপতি ও আবু হাসান সাধারণ সম্পাদক
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কাউন্সিলে মোস্তফা কামালকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জব্বার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিটলার, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার অবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, উপজেলা কৃষকদলের আহবায়ক আমীর হোসেন, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রধান, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলালসাধারণ সম্পাদক সবুজসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যসিস্ট হাসিনার গুম, খুন ও জুলুমবাজ সরকারের হাত থেকে বাংলাদেশের জনগনকে রক্ষা করেছে। খুনি হাসিনার পতন ঘটিয়েছে। খুন হাসিনার শুধু পতনই না তাহে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। আগামী নির্বাচনকে সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার জন্য সকল স্তরের নেতা কর্মীদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে মাঠ পর্যায়ে দলের জন্য কাজ করার আহবান জানান।
বাখ//এস