উজিরপুরে আন্ত জেলা বিদ্যুৎ ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য আটক, থানায় মামলা দায়ের
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছে আন্ত জেলা ট্রান্সফারমার চোর চক্রের তিন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার এসআই ওসমান গনি।
তিনি জানান ০৭ নভেম্বর রাত দেড় টায় চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে আটক করে থানায় খবর দেয়। এ সময় বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটু এর পুত্র ফজলে রাব্বি (২৪) বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া ০১ নং ওয়ার্ডের মোঃ মনছুর হাওলাদার এর পুত্র সোহাগ হাওলাদার (৩১) , জানুকি সিংহ রোডের ৭ নং ওয়ার্ড মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ স্বপন হাওলাদার (২৮) কে আটক করে স্থানীয়রা।
এ সময় চোর চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় কাজী মামুন (৪০) জানান ঘটনাস্থল থেকে তার বাড়ি কাছে থাকায় তিনি খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় শব্দ পেয়ে চিৎকার করেন এতে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে(চোর সন্দেহে তিনজনকে) ঘিরে ফেলে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম রেজা শাওন (২৮) চারজনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানা মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি মামলা আদায়ের করা হয়েছে, আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় ।
বাখ//এস