১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
হোসেনপুরে যানজট নিরসনে মতবিনিময় সভা
হোসেনপুরে পৌর এলাকার যানজট নিরসন ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে হোসেনপুর পৌরসভা কার্যালয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দিন ব্যাপি এ মতবিনিময় সভায় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহণে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: জহিরুল ইসলাম মবিন, পৌর নির্বাহী অফিসার একেএম হাবিবুল্লাহ বাহার, প্রকৌশলী শেখ ফরিদ, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও ব্যবসায়ি মফিজুল হক, সতোষ চন্দ্র মোদক প্রমূখ।
বাখ//এস