আ.লীগ মহান ঐ দিবসের সরকারি ও জাতীয় ছুটি বাতিল ঘোষণা করেছিলেন : হাসান মামুন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস, ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশের সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমের বিরোধী শক্তিকে পরাজিত করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই জাতীকে উপহার দিয়েছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গলাচিপা হাই স্কুল মাঠে এক বিশাল জনসমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
হাসান মামুন বলেন, আওয়ামী লীগ এই বিপ্লব ও সংহতি দিবসকে তার আদর্শের সাথে সাংঘর্ষিক মনে করে এই দিবসের সরকারী ও জাতীয় ছুটি বাতিল ঘোষণা করেছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতির কেন্দ্র বিন্দুতে চলে আসেন এবং তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদের শ্রেষ্ঠ দর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেন। যে দল এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের গণতন্ত্র বহুবার বাধাগ্রস্থ হয়েছে, সংকটে পড়েছে। গত ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে সরকার পরিচালিত হয়েছে, সেই সরকার সম্পূর্ণ পুলিশ এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রের মাধ্যমে মানুষকে হত্যা ,গুম , খুন এবং বাংলাদেশের ব্যাংকগুলিকে লুটপাট করে বিদেশি শক্তির কাছে সেই টাকা তুলে দেয়া সহ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গুলিকে বিদেশে শক্তির কাছে তুলে দিয়ে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে ছিলেন।
পটুয়াখালী (৩) গলাচিপা -দশমিনা আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশীহাসান মামুন আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে দেশনেত্রী খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন তিনি যদি জাতীয়তাবাদী দলের হন তাকে আমরা ফুলের মালা দিয়ে বরন করে নেবো, আর যদি দলের বাইরে থেকে দলের প্রতিনিধি হিসেবে কাউকে মনোনয়ন দেয়া হয় তবে তাকে আপনারা কতটুকু আপন করে নিতে পারবেন তা আপনারাই ভালো জানেন।
বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, একটি চিঠির কারনে গলাচিপা দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়েছে, বিষয়টির নিয়ে জাতীয়তাবাদি দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ব্যাখ্যা দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে জোটের নেতারা বলেছেন তারা কোন জনপদে গনসংযোগ করতে পারেনা, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।
কিন্তু এখানে ৪ দলীয় জোট ২০ দলীয় জোট এমনকি গনঅধিকার পরিষদ কারো উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা হমলা করেছে বলে আপনারা দেখেছেন? আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়তাবাদী দলকে ছোট করে আপনাদের এবং আমাকে নিয়ে যারা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দার করিয়ে দিতে চায় তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলে সজাগ থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনসাধারনের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। কারো উপর কোন হামলা হতে আমরা দেইনি। এসময় প্রশাসনের কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানানোর পাশাপাশি সকল ধরনেন সহযোগিতার আস্বাস দিয়ে দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত মাঠে কাজ করার আহবান জানান তিনি।
বাখ//আর