ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা নিহত ৩, আহত ২
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কা মোটরসাইকেল আরোহী সহ নিহত ৩ জন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুরে এ সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আলহাজ্ব খানের ছেলে আশিক হোসেন (১৭) একই এলাকার মোশারফ মোল্লার ছেলে শাকিব মোল্লা (১৭) ও সেলিম মিয়া ছেলে ফাহাদ মিয়া (১৬) তারা ৩ জনেই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী। বিষয়টি আহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আসমান হোসেনের ছেলে রিফাত (১৬) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে সিফাত (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান।
হাইওয়ে থানার সূত্রে জানা যায়, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুড়তে বের হন কয়েকজন বন্ধু।এসময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরোর ১জনের মৃত্যু হয় ।
এ সময় আহত হয় আরো দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাখ//এস