এনায়েতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগেঞ্জের এনায়েতপুর থানার ২নং স্থল ইউনিয়নের অন্তগত ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকাদ্দেশ আলী (সুর্য্য) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রবীন বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম মাষ্টার।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো: আতাউর রহমান (আতা), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম সরকার ছুফি, সদস্য এনায়েতপুর থানা বিএনপি, সদস্য লোকমান হোসেন, সদস্য মকবুল হোসেন, আব্বাস আলী যুগ্ম আহবায়ক স্থল ইউনিয়ন, আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক থানা যুবদলসহ ইউনিয়ন ও থানা বিএনপির নেতৃত্ব।
বাখ//আর