কলমাকান্দায় সেনাবাহিনীর চেকপোস্ট ও চেকিং কার্যক্রম, ৪৩ বোতল ফেনসিডিল, ১০ গ্রাম গাজা সহ আটক দুই
নেত্রকোণা জেলার কলমাকান্দায় শুক্রুবার সকাল ১১,৩০ টার দিকে সেনাবাহিনী যৌথ ভাবে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
কলমাকান্দা – ঠাকুরাকোণা – ঢাকা মহাসড়কে কার্যক্রম চালানোর এক পর্য্যায়ে ঢাকা গামী বাস এমএস ট্রাভেল বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা সহ বহনকারী দুইজন চোরাকারবারি কে আটক করা হয়।
আটক কৃতরা হল সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাগড় গ্রামের শাহাদাত আলীর পুত্র আলমগীর আলী (২২), একই ঠিকানার মৃত আবদুল আলীর পুত্র মোহাম্মদ আলী (২৩)।
চেকপোস্ট ও চেকিং কার্যক্রমের নেতৃত্ব দেন কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ও ৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব। জব্দ কৃত মালামাল ও আটক কৃত দুই জন কে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানান এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
বাখ//এস