জালালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগেঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের অন্তগত ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মো: মোন্নাফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রবীন বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম মাষ্টার।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো: আতাউর রহমান (আতা), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এবং থানা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট দুলাল, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ডা. এ কে এম আজাদ চৌধুরী, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হযরত আলী, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি ইউসুফ আলী খান জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, জালালপুর ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য কোরবান আলী, সদস্য আনিচ প্রমুখ।
বাখ//আর