ঝিকরগাছায় জামাতের কর্মী সজলহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের আরবপুর ইউনিয়নের কর্মী আমিনুল ইসলাম স্বজল হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর সংগঠনের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে মিছিলটি ঝিকরগাছা পারবাজার সংলগ্ন এলাকা থেকে শুরু করে (যশোর -বেনাপোল) মহাসড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ ব্রিজের পাশে এসে এক বিশাল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জানানো হয় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার জামায়াতের আমীর অধ্যাপক হারুন অর রশিদ।
ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পশ্চিম জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান,যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের জাতীয়সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আরশাদুল আলম, উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ও জামায়াত নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলার সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাখ//এস