ডামুড্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ১০ টায় ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা ও সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৮ শত ৩৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৮ শত ১৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন।
হল প্রধানের দায়িত্বে ছিলেন ছাত্রনেতা মেহেদী হাসান নিরব। এ সময় হল পরিদর্শন করেন উপজেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান আব্দুল মালেক। এছাড়া অন্যতম পৃষ্ঠপোষক মোঃ মুজাহিদ, তামিম ইকবাল, রিফাত সহ দ্বায়িত্বশীল গন হল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাসলিম উদ্দিন আহমেদ, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ খান।
শরীয়তপুর জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্য মোঃ মুজাহিদ জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে স্বতস্ফুর্ত ভাবে পরিক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় এধরনের উদ্যোগ গ্রহণ করায় কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন পরীক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
বাখ//এস