বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জন সমাবেশ ও র্যালি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ধুকুরিয়াবেড়া হাই স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আহব্বায়ক বাবর আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহব্বায়ক আলতাফ হোসেন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের থেকে আসা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী।
এদিকে বিকাল চারটায় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির আর একটি অংশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক গোলাম মৌলা খান বাবলুর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আলোচনা শেষে চালা আদালত চত্বর হতে একটি র্যালি বের করা হয়, র্যালিটি বেলকুচি সরকারী কলেজে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ভূইয়া, নজরুল ইসলাম ঝন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, আসলাম আকন্দ, যুবদল নেতা আইয়ুব আলী, আসমাউল শেখ, ছাত্রদল জেলা শাখার সহ সভাপতি তারেক আরফান,সহ-সাধারন সম্পাদক মন্জুর কাদের সহ বেলকুচি উপজেলা ছাত্রদল নেতা বাবলু ইসলাম, আল আমিন, রাব্বী, নাজমুল, প্রমুখ।
বাখ//এস