ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নবির খেলবেন চ্যাম্পিয়নস ট্রফি

আফগানদের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও বেশ প্রাসঙ্গিক ৪০ বছর বয়সী মোহাম্মদ নবি। মাত্র দুইদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন ম্যাচজয়ী ইনিংস। তবে ফর্ম থাকতেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলতে যাচ্ছেন এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরও ৫ বছর আগে।
ওয়ানডে ক্রিকেটে আর বেশিদিন খেলবেন না মোহাম্মদ নবি। আফগান ক্রিকেটের প্রথম তারকা এই ফরম্যাটকে বিদায় বলবেন আগামী বছরের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরপরই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান সম্প্রতি এই তথ্য দিয়েছেন।
অবসরের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন নবি। অভিজ্ঞ ক্রিকেটারের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেছে আফগান বোর্ডও। নবির অবসরের প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে।
কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।
ওয়ানডে থেকে এখনই অবসর নেয়ার সিদ্ধান্ত নিলেও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন নবি। এই ফরম্যাটে তিনি আরও একটা টুর্নামেন্ট খেলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।
এ প্রসঙ্গে নাসিব বলেন, চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।
বাখ//আর