১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
কলাপাড়া বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো.আকবর আলী মোল্লা (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য পুকুর থেকে মর্টার দিয়ে পানি উঠাতে গিয়ে আকবর আলী মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার ছেলে মো.তাইজুল ইসলাম মোল্লা তাকে বাঁচানের চেষ্টা করে তিনিও গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি বলেন।
বাখ//এস