১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আইডিইবির ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যহীন কর্মক্ষত্র-সময়র দাবি” এমন প্রত্যয়ে সারা দেশের মত দিনাজপুর গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনিয়ার্স বাংলাদশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৯ নভম্বর-২০২৪) সকাল ১০ টায় আইডিইবি দিনাজপুর জলা শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণিল র‌্যালি বের হয় শহরের বিভিন সড়ক প্রদক্ষিণ কর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয় শেষ হয়।

আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইডিইবির কেদ্রীয় কমিটির যুগ আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগর সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।

আলাচনা সভায় বক্তারা বলন, বৈষম্য মুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলও বিগত দিন সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফল সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য, সমাজ-রাষ্ট্র শোষণ, বঞ্চনা, নীপিড়ন উপহার দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক সমস্যার যাঁতাকলে দেশের বিভিন শ্রেণীর সাথে ডিপ্লামা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ডিপ্লামা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে চরম বৈষম্যে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যের বিরুদ্ধ সরকারর বিভিন দপ্তর আমাদের ন্যায়সংগত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোন ভূমিকা নেয়া হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট ডিপ্লামা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য সহযোগিতা কামনা করছি।

আলাচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করন প্রধান অতিথি দিনাজপুর পলিটকনিক ইনস্টিটিউটর অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান উপস্থিত ছিলন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো: মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুদ রানা, আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উনয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরর সাবক উপ বিভাগীয় প্ররকৌলী মো: আফজালুল হক প্রমুখ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলন আইডিইবির আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজাট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর প্ররকৌলী মোজাফফর হাসান, হাকিমপুর পৌরসভার সহকারী প্ররকৌলী মো: হাবিবুর রহমানসহ বাকাছাপর সদস্যবদ, দিনাজপুর পলিটকনিক ইনস্টিটিউট, উত্তরণ পলিটকনিক ইনস্টিটিউট, এসআরএ পলিটকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্লাবাল, আনায়ারা, ও ইকাস সহ আরো অনেক কারিগরি প্রতিষ্ঠান।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
৪৬ জন দেখেছেন

দিনাজপুরে আইডিইবির ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত

আপডেট : ০২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বৈষম্যহীন কর্মক্ষত্র-সময়র দাবি” এমন প্রত্যয়ে সারা দেশের মত দিনাজপুর গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনিয়ার্স বাংলাদশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৯ নভম্বর-২০২৪) সকাল ১০ টায় আইডিইবি দিনাজপুর জলা শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণিল র‌্যালি বের হয় শহরের বিভিন সড়ক প্রদক্ষিণ কর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয় শেষ হয়।

আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইডিইবির কেদ্রীয় কমিটির যুগ আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগর সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।

আলাচনা সভায় বক্তারা বলন, বৈষম্য মুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলও বিগত দিন সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফল সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য, সমাজ-রাষ্ট্র শোষণ, বঞ্চনা, নীপিড়ন উপহার দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক সমস্যার যাঁতাকলে দেশের বিভিন শ্রেণীর সাথে ডিপ্লামা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ডিপ্লামা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে চরম বৈষম্যে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যের বিরুদ্ধ সরকারর বিভিন দপ্তর আমাদের ন্যায়সংগত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোন ভূমিকা নেয়া হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট ডিপ্লামা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য সহযোগিতা কামনা করছি।

আলাচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করন প্রধান অতিথি দিনাজপুর পলিটকনিক ইনস্টিটিউটর অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান উপস্থিত ছিলন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো: মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুদ রানা, আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উনয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরর সাবক উপ বিভাগীয় প্ররকৌলী মো: আফজালুল হক প্রমুখ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলন আইডিইবির আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজাট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর প্ররকৌলী মোজাফফর হাসান, হাকিমপুর পৌরসভার সহকারী প্ররকৌলী মো: হাবিবুর রহমানসহ বাকাছাপর সদস্যবদ, দিনাজপুর পলিটকনিক ইনস্টিটিউট, উত্তরণ পলিটকনিক ইনস্টিটিউট, এসআরএ পলিটকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্লাবাল, আনায়ারা, ও ইকাস সহ আরো অনেক কারিগরি প্রতিষ্ঠান।

বাখ//এস