১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কটিয়াদীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রোববার মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের বানিয়াগ্রাম বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড খোলা জায়গায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ। বক্তাগণ বলেন, নূর হোসেনসহ বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। কিন্তু বিগত ১৫ বছর যাবত এক ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আকরে রাখে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে। অপর দিকে দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঠে থাকার ঘোষণা থাকলেও কোথাও দাঁড়াতে পারেনি তারা। উল্লেখ্য ১৯৮৭ সনের ১০ নভেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নূর হোসেন ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস ঘোষণা করা হয়।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১২২ জন দেখেছেন

কটিয়াদীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রোববার মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের বানিয়াগ্রাম বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড খোলা জায়গায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ। বক্তাগণ বলেন, নূর হোসেনসহ বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। কিন্তু বিগত ১৫ বছর যাবত এক ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আকরে রাখে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে। অপর দিকে দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঠে থাকার ঘোষণা থাকলেও কোথাও দাঁড়াতে পারেনি তারা। উল্লেখ্য ১৯৮৭ সনের ১০ নভেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নূর হোসেন ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস ঘোষণা করা হয়।

বাখ//এস