০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় সরকারি রাস্তা দখল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ : মুদি দোকানীকে ৩ মাসের কারাদন্ড

এ এম মিজানুর রহমান বুলেট কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় সরকারী রাস্তা দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানীকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত আট্টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় বসে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। কারাদন্ড প্রাপ্ত জাফর কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর  রাসমেলা উপলক্ষে প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানী সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমান আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন। এ কারনে তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২০৯ জন দেখেছেন

কুয়াকাটায় সরকারি রাস্তা দখল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ : মুদি দোকানীকে ৩ মাসের কারাদন্ড

আপডেট : ১০:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় সরকারী রাস্তা দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানীকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত আট্টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় বসে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। কারাদন্ড প্রাপ্ত জাফর কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর  রাসমেলা উপলক্ষে প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানী সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমান আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন। এ কারনে তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বাখ//আর