০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম জং উনের

আত্মঘাতী ড্রোনের উৎপাদন ব্যাপক বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ এ তথ্য প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যেই এই খবরটি এলো।
প্রতিবেদনে বলা হয়, কিম বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রোনের উৎপাদন বাড়াতে হবে এবং তা পুরোদমে চালিয়ে যেতে হবে। আত্মঘাতী ড্রোনের মধ্যে বিস্ফোরক থাকে। ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে আছড়ে পড়লে সেগুলো বিস্ফোরিত হয়।
কেসিএনএ জানিয়েছে, চলতি সপ্তাহে আত্মঘাতী ড্রোনের যে পরীক্ষা হয়েছে, তাতে সেগুলো নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে। মাটিতে বা সমুদ্রের বিভিন্ন দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে এই ড্রোন আঘাত হানতে পারে।
বাখ//আর