নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হাসানকে সভাপতি ও ফাহিম মৃধাকে সাধারন সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বন্দর চত্বরে এ কমিটি গঠন করা হয়েছে। এ সময় সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বন্দর কল্যাণ সমিতির সকল ব্যবসায়িদের উপস্থিতিতে এবং সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
বন্দর কল্যাণ সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারনে এবং বন্দরের সার্বিক মনিটরিং ও একতাবদ্ধ বন্দরের উন্নয়নের জন্য জরুরী ভাবে সভার আয়োজন করেন। এতে সকল ব্যবসায়ী নতুন কমিটি গঠন করার প্রয়োজনীতা তুলে ধরে ব্যবসায়ীরা তাদের মতামত প্রদান করেন।
পরে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ফরিদ হাসানকে সভাপতি ও ফাহিম মৃধাকে সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয় এবং পরবর্তীতে এই দুইজনার মাধ্যমে সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য নাজিরপুরে বিএনপির দুটি গ্রুপের একটি অংশ গত ১৪ ই নভেম্বর ওই শ্রীমকাঠী বাজারে একটি কমিটি ঘোষণা করেছিল। তার পাল্টাপাল্টি কমিটি হিসেবে আজকে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাখ//এস