০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একশ দিনে চাকরি দেয়া হয়েছে ৮৬২৭৭ জনকে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সাংবাদিকদের জানান একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। তবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। আমরা জনগনের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। গত ১০০ দিনে সরকারের আরও কিছু করার ছিলো। তবে তা হয়তো করা যায়নি। আগামী তিন মাসে এর দ্বিগুণ কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ থাকার পরও কিছু পণ্যের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী। সিন্ডিকেটের কারণেই বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে সরকার কঠোরভাবে বাজার তদারকি করছে। আলু ও সবজির সরবরাহ বৃদ্ধির পরও দাম বাড়ার কারণ খতিয়ে দেখা হবে।

সংস্কারের প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশনগুলোর সুপারিশ পাওয়া যাবে। এরপর তা বাস্তবায়নে রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। তারপর নির্বাচনের দিকে যাবে সরকার।

তিনি আরও বলেন, ফুটবলসহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। বিভিন্ন কমিটি করে অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেখানে স্থবিরতা রয়েছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:২৫:৩৩ অপরাহ্ন, রোববার, ১৭ নভেম্বর ২০২৪
১৪৮ জন দেখেছেন

একশ দিনে চাকরি দেয়া হয়েছে ৮৬২৭৭ জনকে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ০২:২৫:৩৩ অপরাহ্ন, রোববার, ১৭ নভেম্বর ২০২৪

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সাংবাদিকদের জানান একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। তবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। আমরা জনগনের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। গত ১০০ দিনে সরকারের আরও কিছু করার ছিলো। তবে তা হয়তো করা যায়নি। আগামী তিন মাসে এর দ্বিগুণ কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ থাকার পরও কিছু পণ্যের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী। সিন্ডিকেটের কারণেই বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে সরকার কঠোরভাবে বাজার তদারকি করছে। আলু ও সবজির সরবরাহ বৃদ্ধির পরও দাম বাড়ার কারণ খতিয়ে দেখা হবে।

সংস্কারের প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশনগুলোর সুপারিশ পাওয়া যাবে। এরপর তা বাস্তবায়নে রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। তারপর নির্বাচনের দিকে যাবে সরকার।

তিনি আরও বলেন, ফুটবলসহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। বিভিন্ন কমিটি করে অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেখানে স্থবিরতা রয়েছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বাখ//আর