১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় ঝুঁকিপূর্ণ ব্রিজে যান চলাচল মেরামত চায় স্থানীয় গ্রামবাসীরা

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ঝুকিপূর্ণ ব্রিজে যান চলাচল যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। কসবা-কোল্লাপাথর সড়কে শাহ আলম ডিগ্রি কলেজ থেকে পকেট রাস্তাটি বাপেক্সের তৈরী সালদাগ্যাস ক্ষেত্রের গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করা হয়। কিন্তু এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ও যাত্রী বাহী পিকাপভ্যান ও অটোরিক্সা চলাচল করে।

নয়নপুর বাজারের রাস্তাটি প্রসন্থ না থাকা বাজারে যাবযটসহ তৈরী হয় জ্যাম নানা ভোগাতী তাই এই পকেট রাস্তাটি ব্যবহার করে যাত্রীরা। কিন্তু বাপেক্সর এই ব্রিজটি বর্তমানে একটি পাশ ভেঙে নিচে পড়ে গেছে কর্তৃপক্ষের নেই নজর। তাই স্থানীয় গ্রামবাসী সহ ১০নং বায়েক ইউনিয়নের ও আশে পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই যাতায়াতের সময় ভোগান্তীর শিকার হচ্ছে।

এতে যে কোন সময় প্রাণ নাশের ঘটনাও ঘটতে পারে এই এই ব্রিজে। স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, বন্যা সময় এই ব্রিজটি ভেঙ্গে যায় তা আর পূর্ণ মেরামত হয়নি। বর্তমানে মালবাহী ও যাত্রী বাহী পিকাপভ্যান ও অটোরিক্সা চলাচলে ঝুকিপূর্ণ এই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে। এখানে যে কোন সময় বড় দরনের দূর্ঘটনা ঘটতে পারে তাই স্থানীয় গ্রাম বাসী ও ব্যবসায়ীরা কসবা উপজেলা প্রকৌশলী ও প্রশাসনের কাছে দ্রুত সংস্কার বাদী করছেন।
ট্রাক ড্রাইভার মো. জসিম জানান, ভাঙ্গা ব্রিজ নিয়ে গাড়ি চালাতে হয় এখানে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে আমরা চাই দ্রুত এই ব্রিজটি ও রাস্তাটি মেরামত করা হয়।

স্থানীয় যুবক মো. রুবেল জানান, এখানে রাতে গাড়ি চলাচলের সময় এক্সিডেন্ট হয়েছে ড্রাইভার জানতোনা ব্রিজ ভাঙ্গা এমন ঘটনা আবারো ঘটতে পারে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি জানান গত বন্যায় অনেক রাস্তাঘাট ব্রিজ কালবাট ক্ষয়ক্ষতি হয়েছে । আমরা বরাদের জন্য মন্ত্রনালয়ে আবেদন করছি যখনি আমরা বারাদ্ব পাব তখনি কাজ হবে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:১৮:২০ অপরাহ্ন, রোববার, ১৭ নভেম্বর ২০২৪
১৫৫ জন দেখেছেন

কসবায় ঝুঁকিপূর্ণ ব্রিজে যান চলাচল মেরামত চায় স্থানীয় গ্রামবাসীরা

আপডেট : ০৬:১৮:২০ অপরাহ্ন, রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ঝুকিপূর্ণ ব্রিজে যান চলাচল যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। কসবা-কোল্লাপাথর সড়কে শাহ আলম ডিগ্রি কলেজ থেকে পকেট রাস্তাটি বাপেক্সের তৈরী সালদাগ্যাস ক্ষেত্রের গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করা হয়। কিন্তু এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ও যাত্রী বাহী পিকাপভ্যান ও অটোরিক্সা চলাচল করে।

নয়নপুর বাজারের রাস্তাটি প্রসন্থ না থাকা বাজারে যাবযটসহ তৈরী হয় জ্যাম নানা ভোগাতী তাই এই পকেট রাস্তাটি ব্যবহার করে যাত্রীরা। কিন্তু বাপেক্সর এই ব্রিজটি বর্তমানে একটি পাশ ভেঙে নিচে পড়ে গেছে কর্তৃপক্ষের নেই নজর। তাই স্থানীয় গ্রামবাসী সহ ১০নং বায়েক ইউনিয়নের ও আশে পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই যাতায়াতের সময় ভোগান্তীর শিকার হচ্ছে।

এতে যে কোন সময় প্রাণ নাশের ঘটনাও ঘটতে পারে এই এই ব্রিজে। স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, বন্যা সময় এই ব্রিজটি ভেঙ্গে যায় তা আর পূর্ণ মেরামত হয়নি। বর্তমানে মালবাহী ও যাত্রী বাহী পিকাপভ্যান ও অটোরিক্সা চলাচলে ঝুকিপূর্ণ এই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে। এখানে যে কোন সময় বড় দরনের দূর্ঘটনা ঘটতে পারে তাই স্থানীয় গ্রাম বাসী ও ব্যবসায়ীরা কসবা উপজেলা প্রকৌশলী ও প্রশাসনের কাছে দ্রুত সংস্কার বাদী করছেন।
ট্রাক ড্রাইভার মো. জসিম জানান, ভাঙ্গা ব্রিজ নিয়ে গাড়ি চালাতে হয় এখানে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে আমরা চাই দ্রুত এই ব্রিজটি ও রাস্তাটি মেরামত করা হয়।

স্থানীয় যুবক মো. রুবেল জানান, এখানে রাতে গাড়ি চলাচলের সময় এক্সিডেন্ট হয়েছে ড্রাইভার জানতোনা ব্রিজ ভাঙ্গা এমন ঘটনা আবারো ঘটতে পারে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি জানান গত বন্যায় অনেক রাস্তাঘাট ব্রিজ কালবাট ক্ষয়ক্ষতি হয়েছে । আমরা বরাদের জন্য মন্ত্রনালয়ে আবেদন করছি যখনি আমরা বারাদ্ব পাব তখনি কাজ হবে।

বাখ//এস