কয়রায় নিরাপদ পানি সংকট সমাধানের উপর এ্যাডভোকেসি সভা

কয়রায় জেজেএসের ইউআরসিসি প্রকল্পের উদ্যোগে নিরাপদ পানি সংকট সমাধানের জন্য এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, ইউএনডিপির প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আঃ ছালাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, জেজেএসের ইউআরসিসি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তরুণ বড়ুয়া, এফ এফ মোঃ মোশারেফ হোসেন ,আল আমিন ,জহিরুল ইসলাম, লাবনী আক্তার, মিনাল প্রামানিক প্রমুখ।
বাখ//এস