ঝিকরগাছায় বালু উত্তোলনের অভিযোগে ৩ জন আটক একলাখ টাকা জরিমানা

ঝিকরগাছায় বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে আটক ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকালে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোরশুটি বাওড়ে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় গৌরশুটি বাওড় থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে আটক ও একলাখ টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার পতিবিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওহাব আলী, মৃত-লুৎফর রহমানের ছেলে ইজাজুল ইসলাম, ঝিকরগাছার আটলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে জামির আলী।
আটকৃতদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) এর অপরাধে, ১৫ (১) অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানাগেছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ারদারসহ পুলিশ ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস