তিতাসে সীমানা নির্ধারণ নিয়ে তৃতীয় পক্ষের সাথে সংঘর্ষ, আহত-৩

কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে তৃতীয় পক্ষের সাথে সংঘর্ষর ঘটনা ঘটেছে, এ সময় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের পূর্ব দড়িকান্দি গ্রামের মৃত আবদুর রহিম সরকারের বাড়িতে।
আহতরা হলেন, মৃত আবদুর রহিম সরকারের ছেলে আলী আহমেদ ও তৃতীয় পক্ষের ইসমাইল ও হোসেন। স্থানীয়রা জানান, আলী আহমেদ ও তার চাচাতো ভাই বিল্লাল ও কামালের সাথে বাড়ির সীমানা নিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ একটি সালিশ বৈঠক বসে এবং জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারন করে উভয়কে বুঝিয়ে দেয়।
এ সময় একই বাড়ির তৃতীয় পক্ষ মোর্শেদ মিয়া এসে বলে আরো দেড় ফুট জায়গা ছেড়ে দিতে,এনিয়ে আলী আহমেদের ভাইদের সাথে তর্ক করে মোর্শেদ,এ কপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়ে এবং আনোয়ারের বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করাসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছে।
সালিশ বৈঠকে উপস্থিত হারুন মেম্বার বলেন, আলী আহমেদ ও বিল্লাল -কামালদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে যেই সমস্যা ছিল, আমরা উপস্থিত থেকে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে উভয় বুঝিয়ে সীমানা নির্ধারন করে দেই, এ সময় তৃতীয় পক্ষ মোর্শেদ এসে বলে আরো দেড়ফুট জায়গা ছেড়ে দিতে। এনিয়ে আলী আহমেদের ভাইদের সাথে তর্কাতর্কি শুরু হয়, এক পর্যায়ে উভয়ে মারামারিতে জরিয়ে পরে এ সময় তিন জন আহত হয়েছে।
আহত আলী আহমেদ বলেন, আমার চাচাতো ভাইদের সাথে আমাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল, শনিবার বিকালে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের সীমানা নির্ধারন করে উভয়কে মিলিয়ে দেয়। এ সময় মোর্শেদ এসে বলে দেড় ফুট জায়গা ছেড়ে দিতে, তখন আমার ভাই বাধা দিলে আমার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোর্শেদ, এনিয়ে তর্কাতর্কি হলে মোর্শেদের দুই ছেলেসহ তার ভাইয়েরা এসে আমাকে মারধর এবং আমার বড় ভাইয়ের বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করে।
মোর্শেদ অভিযোগ করে বলেন, আলী আহমেদ ও বিল্লাল – কামালদের চলাচলের সুবিধার্থে আমি দেড় ফুট জায়গা ছেড়ে দিতে বললে,মনির আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার দুই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় উভয়ই আলাদা আলাদা তিতাস থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তিতাস থানা উপপরিদর্শক (এস আই)কমল বলেন, পূর্ব দড়িকান্দি গ্রামে মারামারির ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে মারামারির সত্যতা পেয়েছি।
বাখ//এস