১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা
বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, বিবাহ রেজিষ্ট্রেশনের সাথে সম্পৃক্ত কাজী সমিতির নেতৃবৃন্দরা সভায় শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বাখ//এস