ভাঙ্গুড়ায় আবু জাফর মঈন সিদ্দিকী এর স্মরণে দোয়া মাহফিল

পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে মরুহুম আবু জাফর মঈন সিদ্দিকী এর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান দোয়া পরিচালনা করেন।
এ সময় ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন আবু জাফর মঈন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বাখ//এস