০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদীতে ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান সুরের মেলা ৩৪০ পর্ব অনুষ্ঠিত

ঈশ্বরদীর সুনামধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবা মুলক প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা ৩৪০ পর্ব শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি, প্রথিতজসা সাংবাদিক, কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য, কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, গল্পকার, ও সংগঠক আসমান আলী, সাপ্তাহিক সংবাদ সাতদিন এর প্রকাশক ও সম্পাদক, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কবি আজিজুর রহমান খান, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কবি, কথা সাহিত্যিক ও প্রকাশক লতিফ জোয়ার্দার, সাপ্তাহিক জংশনর বিশেষ সম্পাদক ও শিল্পী অধ্যাপক আব্দুস ছালাম, পাবনার কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী জয়নাল আবেদীন, নূরনবী মওলাপুরী বিশ্ব আশেকান দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী শেখ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক জংশনর সহ সম্পাদক কবি এএইচটি আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও কণ্ঠশিল্পী এস আলমগীর, সাপ্তাহিক জংশনর উপ-সম্পাদক ও রূপপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা, সাহাপুর হাই স্কুলের শিক্ষক ও সংগীত শিক্ষক শিল্পী রেজাউর রহমান পাপ্পু, লক্ষীকুন্ডার সাধক আকাতুল্লাহ মনির মাজার শরীফের প্রধান খাদেম ও বাউল শিল্পী সূফী সাধক ডাঃ মোঃ ইউনুস আলী, কৈকুন্ডা চিশতিয়া কাদরিয়া দরবার শরীফের পীর ও বাউল শিল্পী সূফী সাধক ফকির রিপন ভান্ডারী।
এছাড়া যারা শুভেচ্ছা বক্তব্য, কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন তারা হলেন কবি নন্দিনী আরজু, কবি সাধন কুন্ডু, কবি কাজি আনোয়ার হোসেন, কবি ওয়াজেদ আলী, কবি মোনতাজ আলী, মিলন বাউল, কবি এস এম শাহেদ, কবি রমজান আলী, কবি ও সাংবাদিক মাসুদ রানা (কুষ্টিয়া) কবি এম এ আনছারী, কবি ফজলুল হক, চিত্র গ্রাহক শাহীন আলম সরদার, শিল্পী পাপ্পু রহমান, ওস্তাদ মুকুল হোসেন, শিল্পী রিদিতা,শিল্পী প্রার্থনা,কবি মিজানুর রহমান মওলা পুরি,হাক্কি মাহমুল হক, শিল্পী নজরুল ইসলাম প্রমুখ।
যন্ত্র সংগীতে সংগত করেন হারমোনিয়ামে মুকুল ও পাপ্পু, দোতরায় আজম, তবলায় মাসুদ রানা ও আব্দুর রহিম বকুল। চিত্র গ্রহনে ছিলেন সাংবাদিক ও কবি মুনমুন আক্তার ও সুবল কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহীন ও পাপ্পু। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা প্রায় ৫ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মনোমুগ্ধকর এ অনুষ্ঠান উপভোগ করেন এবং ভুয়সী প্রশংসা করেন।
বাখ//এস