০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এম এ রশিদ হাসপাতালে( প্রাঃ) হামলা ও ভাংচুরের ঘটনায় মানববন্ধন

জামালপুর শহরে বেসরকারি এম এ রশিদ হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় মানববন্ধনর প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. এম এ জব্বার, সদস্য গোলাম আজম, ইউনিক হাসপাতালের পরিচালক জুয়েল প্রমুখ। মানববন্ধনে বক্তারা, এম এ রশিদ হাসপাতালে (প্রাঃ)হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বাখ//ইস