ঈশ্বরদীতে ৩১ দফা বাস্তবায়ন ও ৯ কারাবন্দির মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত ৩১ দফা দাবী বাস্তবায়ন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৯ কারাবন্দির মুক্তির দাবীতে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ডগুলোতে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, কর্মী সমাবেশ কর্মসুচি করছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে পৌর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে উপজেলার অরণকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে
এর আগে সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক আগামীর রাষ্ট্র বিনিমার্ণের লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব অবহিতকরণ ও মিথ্যা মামলায় কারাবন্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৯ কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে লিফলেট বিতরণ, কর্মী সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।
পৌর বিএনপির নেতা বিষ্টু সরকারের সভাপতিত্বে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মৃধার সঞ্চালনায় সভায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আবু সাঈদ লিটন, রবিউল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক কাউন্সিলর আবু জাহিদ উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার।
সমাবেশে পৌর ৬ নং ওয়ার্ডের যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মামুন হোসেন, কলেজ ছাত্রদল মাহমুদুর রহমান শাওন, পৌর ছাত্রদল নাজমুল হাসান নিশাদ, উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটুসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস