১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় তারেক রহমান এর মুক্তির খবরে আনন্দ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির খবরে আনন্দ মিছিল করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৪.৩০টায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় “এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে স্লোগানে মুখরিত উপজেলা শহর। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ মাতুব্বর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এতে অংশ নেয়।
উল্লেখ্য, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪
১০৪ জন দেখেছেন

কলাপাড়ায় তারেক রহমান এর মুক্তির খবরে আনন্দ মিছিল

আপডেট : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির খবরে আনন্দ মিছিল করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৪.৩০টায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় “এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে স্লোগানে মুখরিত উপজেলা শহর। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ মাতুব্বর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এতে অংশ নেয়।
উল্লেখ্য, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।
বাখ//এস