০৯:০৭ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল করেছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ্’র নেতৃত্বে পৌরসভার রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার রেজিস্ট্রি অফিসে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য যুবদল নেতা মেহেদী হাসান জিসান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেল্লালসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আগে বিচারিক আদালতের দেওয়া রায় এবং মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেছেন কোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:০১:০৯ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪
১৫৪ জন দেখেছেন

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল 

আপডেট : ০৯:০১:০৯ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল করেছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ্’র নেতৃত্বে পৌরসভার রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার রেজিস্ট্রি অফিসে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য যুবদল নেতা মেহেদী হাসান জিসান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেল্লালসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আগে বিচারিক আদালতের দেওয়া রায় এবং মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেছেন কোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বাখ//এস