মাগুরার শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া জামিউল উলূম কারিমিয়া মাদরাসায় রবিবার দিনব্যাপী ২৯ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের হুফফাজুল কোরআন ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে ও শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে উপজেলার ২৭ টি প্রতিষ্ঠানের ১৫৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিকেলে প্রতিযোগীতায় ১ম থেকে ৭ম স্থান অর্জনকারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আহম্মেদ হুসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল হক প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু রাসেল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ, শ্রীপুর সদর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আলম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মাদরাসাটির পরিচালক ও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।
বাখ//এস