আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন : ভিপি নূর
গনঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্খা পূর্ণ করতে হবে পরে নির্বাচনের কথা ভাবতে হবে। রবিবার বিকেলে শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গনে গনঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মানে জনআকাঙ্খার রাজনীতি শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বতর্মান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জন সমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তরিঘরি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগনের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, হিন্দুদেরকে ব্যাবহার করে কতিপয় দুষ্কৃতিকারী বিদেশী এজেন্টরা দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামী করে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয়, সে কারণে তারা বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকারায়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ চাঁদাবাজি ও দখলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তবে দেশে আবারো ফ্যাসিবাদের সৃষ্টি হবে। জুলাই আগস্ট এর গণ আন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে।
গনঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শহরের শতাধিক সনাতনী পরিবার বিশিষ্ট ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে নূরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গন অধিকার পরিষদে যোগ দেন।
বাখ//আর