০৭:২৮ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জীবন দিব এ দেশের একমুঠো মাটি কাউকে দিব না : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সম্পদ লুন্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নামবলে আমার মুখ অপবিত্র করতে চাই না। এই দেশের জন্য ২০২৪ সালে আমাদের সন্তানেরা জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত কাটা পা কাটা গেছে। মেরুদন্ডে গুলি বৃদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি।

তারা দুই ডানা মেলে বলেছিলে, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। বৈষম্যহীন বাংলাদশে দেখেতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সাথে আমরা একমত, এরা আমাদের সম্পদ। এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে। আমরা এমন একটা দেশ চাই, যে দেশে আমাদের সন্তানেরা পড়াশুনা করবে। আমাদের সন্তাদের হাত হবে কর্মের হাত। ওই হাত গুলো শক্তিশালী করে আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

আমাদের আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। আমাদের শর্তক থাকতে হবে। আল্লাহতালা আমাদের দেশে পয়দা করেছেন। জীবন দিব এদেশের একমুঠো মাটি কাউকে দিবনা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে ঝালকাঠি যাওয়ার সময় রোববার রাত ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার,বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। বক্তব্য রাকেন, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমীর অধাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান প্রমূখ।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৩৯ জন দেখেছেন

জীবন দিব এ দেশের একমুঠো মাটি কাউকে দিব না : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আপডেট : ০৩:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সম্পদ লুন্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নামবলে আমার মুখ অপবিত্র করতে চাই না। এই দেশের জন্য ২০২৪ সালে আমাদের সন্তানেরা জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত কাটা পা কাটা গেছে। মেরুদন্ডে গুলি বৃদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি।

তারা দুই ডানা মেলে বলেছিলে, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। বৈষম্যহীন বাংলাদশে দেখেতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সাথে আমরা একমত, এরা আমাদের সম্পদ। এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে। আমরা এমন একটা দেশ চাই, যে দেশে আমাদের সন্তানেরা পড়াশুনা করবে। আমাদের সন্তাদের হাত হবে কর্মের হাত। ওই হাত গুলো শক্তিশালী করে আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

আমাদের আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। আমাদের শর্তক থাকতে হবে। আল্লাহতালা আমাদের দেশে পয়দা করেছেন। জীবন দিব এদেশের একমুঠো মাটি কাউকে দিবনা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে ঝালকাঠি যাওয়ার সময় রোববার রাত ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার,বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। বক্তব্য রাকেন, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমীর অধাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান প্রমূখ।

বাখ//এস