১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে সাজা
শাহরাস্তিতে এক মাদক কারবারিকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ২ ডিসেম্বর সোমবার ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সুত্রে জানা যায় শাহরাস্তি পৌর ৭নং ওয়ার্ড এলাকায় গাঁজা সেবন, সরবরাহ ও বিক্রয় করার অপরাধে ওই ওয়ার্ডের মৃত দিদার মৃধা ছেলে মাদক কারবারি মোঃ ফয়েজ মৃধা (১৯) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক (১৫)দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং (২ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। উক্ত মোবাইল কোটের সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।
বাখ//এস