১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে শিবপুরে দুর্বৃত্তদের ছোড়া আগুনে ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী শিবপুর উপজেলা যোশর ইউনিয়নের কুটিবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া আগুনে পুড়ে যায় ৪০ লক্ষ টাকার মালামাল। গত সোমবার গভীর রাতে কুটিবাজার এলাকায় দুর্বৃত্তরা বালিবাহী মেশিনের দুইজন শ্রমিককে বেধে রেখে মেশিনসহ যাবতীয় সরঞ্জামে আগুন লাগিয়ে দেয়। এ সময় বেধে রাখা দুই শ্রমিকের আহাজারীতে পার্শ্ববর্তী বাসিন্দা কুলসুম আক্তার দৌড়ে এসে আগুন দেখলে, তিনি তার স্বামী আলআমিন সহ আরোও আশপার্শ্বের লোকজন নিয়ে আগুন নিবানোর চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।

এদিকে আজ মঙ্গলবার সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজনরা অভিযোগ করেন যে, এ বালির প্রকল্প কর্মকর্তার কাছ থেকে চাদা নেওয়ার জন্য তারা একাধিক স্যালিশ করেছে, এই স্যালিশে কোনো সমাধান না হওয়ায় আজকে এই ঘটনা ঘটছে বলে আমরা এলাকাবাসী মনে করি।

এদিকে উক্ত এলাকার বাসিন্দা বাছেদ মিয়া তার বক্তব্যে সংবাদ কর্মীদের জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্বে একটি শিল্পকারখানায় বালি দিচ্ছিলো এই ঠিকাদার। হঠাৎ এলাকার কিছু চাঁদাবাজ চাঁদা নেওয়ার জন্য এই ঠিকাদারকে চাপ দিতে থাকে। এই বালির ঠিকাদার চাঁদা না দেওয়ার কারণে উক্ত অগ্নি সংযোগের ঘটনাটি ঘটছে বলে আমরা মনে করি।

পুটিয়া বাজারের ব্যবসায়ী পরিচয় গোপন রাখা স্বত্তে সংবাদ কর্মীদের জানান, একটি রাজনৈতিক মহল তাদের স্বার্থ হাছিলের জন্য প্রতিনিয়ত উক্ত ঠিকাদারকে চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে ঠিকদার তাদের চাহিদা পূরণ করতে অস্বকীর করার কারণে আজকে এই দূর্ঘনা ঘটছে বলে আমি মনে করি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাছির মিয়া সংবাদ কর্মী রুদ্রকে জানান, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা আমার দুই শ্রমিককে পিটিয়ে যখম করে, বেধে রেখে আমার ইঞ্জিনসহ যাবতীয় সরঞ্জমে আগুন দেয়, যার ক্ষতির পরিমান আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। এই বিষয়ে আমার কতৃপক্ষ শিবপুর মডেল থানায় বিষয়টি অবগত করেন। ওসির নির্দেশনাক্রমে একজন তদন্ত কর্মকর্তা এসে বিষয়টি তদন্ত করে যায়।

এই বিষয়ে শিবপুর থানার ওসি সংবাদকর্মী রুদ্রকে বলেন, এই বিষয়টি আমি শুনেছে, এটি তদন্ত করে প্রকৃত অপরাধির বিরোদ্ধে আইনগত ব্যবস্থ নেওয়া হবে। এদিকে নরসিংদী জেলা পুলিশ সুপার, সংবাদকর্মীদেরকে জানান, যেহেতু আপনারা বিষয়টি অবগত করেছেন, আমি ওসির নিকট বিষয়টি সম্পর্কে জানবো, অপরাধী যেই হউক না কোনো তাকে অবশ্যয় আইনের আওতায় আনা হবে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৮৭ জন দেখেছেন

নরসিংদীতে শিবপুরে দুর্বৃত্তদের ছোড়া আগুনে ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

আপডেট : ০৮:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদী শিবপুর উপজেলা যোশর ইউনিয়নের কুটিবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া আগুনে পুড়ে যায় ৪০ লক্ষ টাকার মালামাল। গত সোমবার গভীর রাতে কুটিবাজার এলাকায় দুর্বৃত্তরা বালিবাহী মেশিনের দুইজন শ্রমিককে বেধে রেখে মেশিনসহ যাবতীয় সরঞ্জামে আগুন লাগিয়ে দেয়। এ সময় বেধে রাখা দুই শ্রমিকের আহাজারীতে পার্শ্ববর্তী বাসিন্দা কুলসুম আক্তার দৌড়ে এসে আগুন দেখলে, তিনি তার স্বামী আলআমিন সহ আরোও আশপার্শ্বের লোকজন নিয়ে আগুন নিবানোর চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।

এদিকে আজ মঙ্গলবার সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজনরা অভিযোগ করেন যে, এ বালির প্রকল্প কর্মকর্তার কাছ থেকে চাদা নেওয়ার জন্য তারা একাধিক স্যালিশ করেছে, এই স্যালিশে কোনো সমাধান না হওয়ায় আজকে এই ঘটনা ঘটছে বলে আমরা এলাকাবাসী মনে করি।

এদিকে উক্ত এলাকার বাসিন্দা বাছেদ মিয়া তার বক্তব্যে সংবাদ কর্মীদের জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্বে একটি শিল্পকারখানায় বালি দিচ্ছিলো এই ঠিকাদার। হঠাৎ এলাকার কিছু চাঁদাবাজ চাঁদা নেওয়ার জন্য এই ঠিকাদারকে চাপ দিতে থাকে। এই বালির ঠিকাদার চাঁদা না দেওয়ার কারণে উক্ত অগ্নি সংযোগের ঘটনাটি ঘটছে বলে আমরা মনে করি।

পুটিয়া বাজারের ব্যবসায়ী পরিচয় গোপন রাখা স্বত্তে সংবাদ কর্মীদের জানান, একটি রাজনৈতিক মহল তাদের স্বার্থ হাছিলের জন্য প্রতিনিয়ত উক্ত ঠিকাদারকে চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে ঠিকদার তাদের চাহিদা পূরণ করতে অস্বকীর করার কারণে আজকে এই দূর্ঘনা ঘটছে বলে আমি মনে করি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাছির মিয়া সংবাদ কর্মী রুদ্রকে জানান, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা আমার দুই শ্রমিককে পিটিয়ে যখম করে, বেধে রেখে আমার ইঞ্জিনসহ যাবতীয় সরঞ্জমে আগুন দেয়, যার ক্ষতির পরিমান আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। এই বিষয়ে আমার কতৃপক্ষ শিবপুর মডেল থানায় বিষয়টি অবগত করেন। ওসির নির্দেশনাক্রমে একজন তদন্ত কর্মকর্তা এসে বিষয়টি তদন্ত করে যায়।

এই বিষয়ে শিবপুর থানার ওসি সংবাদকর্মী রুদ্রকে বলেন, এই বিষয়টি আমি শুনেছে, এটি তদন্ত করে প্রকৃত অপরাধির বিরোদ্ধে আইনগত ব্যবস্থ নেওয়া হবে। এদিকে নরসিংদী জেলা পুলিশ সুপার, সংবাদকর্মীদেরকে জানান, যেহেতু আপনারা বিষয়টি অবগত করেছেন, আমি ওসির নিকট বিষয়টি সম্পর্কে জানবো, অপরাধী যেই হউক না কোনো তাকে অবশ্যয় আইনের আওতায় আনা হবে।

বাখ//এস