০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
০৪ ডিসেম্বর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান, বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, বরিশাল জেলা জমায়েত ইসলামের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি জেনারেল মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মোঃ শাহে আলম, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধ জাকারিয়া মাস্টার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধী উপস্থিত ছিলেন।
বাখ//এস