কামারখন্দ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় স্কুল শিক্ষক গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (বকুল) গ্রেফতার হয়েছে। গ্রেফতাররকৃত শিক্ষক কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা)। তিনি উপজেলার ধোপাকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন আশরাফুল ইসলাম (বকুল)। এ সময় সাদা পোশাকে একজন পুলিশ তাকে অনুসরণ করে। এরপর পুলিশের একটি গাড়িতে করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
শিক্ষক আশরাফুল ইসলাম বকুলের স্ত্রী রাবেয়া খাতুন বলেন, বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়িতে যাওয়ার পথে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তিনি দাবী করেন, বিদ্যালয় সরকারি হওয়ার আগে আ’লীগের সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন ও বিদ্যালয়েও পদত্যাগপত্র জমা দিয়েছে। পদত্যাগের কাগজ দেখালেও পুলিশ তাকে না ছেড়ে গ্রেফতার দেখিয়ে আদালত পাঠিয়ে দেন।
এ বিষয়ে উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু ইয়াহিয়া মুঠোফোনে বলেন, আশরাফুল ইসলাম (বকুল) আমাদের প্রতিষ্ঠানে অফিসিশিয়াল ভাবে কোন পদত্যাগপত্র জমা দেয়নি তবে গ্রেফতার হওয়ার পরে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবারে পদত্যাগের একটি কপি দেখিয়েছেন। প্রধান আরও বলেন, আ’লীগের সময় আশরাফুল ইসলাম দলীয় প্রভাব দেখিয়ে ঠিক মতো শ্রেণী কক্ষে পাঠদান করায়নি। এছাড়া ক্লাস বাদ দিয়ে তিনি আ’লীগে দলীয় মিটিং মিছিলে গিয়েছিলেন বলেও দাবী করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, তাকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাখ//এস