০১:১৭ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত

কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সির হাট তাহ্সিনুল কুরআন হন্টারন্যাশনাল মাদ্রাসার হিফ্জ সম্পন্নকারী ২৩ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগের ছমির মুন্সিরহাট বাজার সংলগ্ন মুন্সি সেকান্দর আহম্মদ জামে মসজিদ সংলগ্ন মাঠে ব্যবসায়ী বশির আহম্মদ ও হাফেজ মাওলানা এমরানের সভাপতিত্বে এবং এ্ইচ এম নাছরুল্লাহ সঞ্চালনায় অনু্িষ্ঠত ক্বিরাত সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ক্বিরাত পরিবেশন করেন, বিশ্বখ্যাত ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, শায়েখ ইয়াসির শারক্বাউঈ (মিশর), ক্বারী হামিদ রেজা আহম্দী ওয়াফা (ইরান), ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ (মরক্কো) ও ক্বারী হাম্মাদ আনওয়ার নাফিসী (পাকিস্তান)।

তাদের সুমধুর কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত শুনে মুগ্ধ হন হাজারো দর্শক-শ্রোতা। ক্বিরাত পরিবেশনের পূর্বে এ বছর অত্র মাদ্রাসা থেকে হিফ্জ সম্পন্নকারী ২৩ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান আকর্ষন শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।

সম্মেলনের প্রথম দিন রোববার (২ ডিসেম্বর) পবিত্র কুনআন থেকে তাফসীর পেশ করেন, জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন, মুফতি সাঈদ আহমদ (কলরব), ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসা পরিচালক আল্লামা মুফতি শহিদুল্লাহ, মুফতি নাজমুল ইসলাম সুহিলপুরী, হাফেজ মাওলানা আবু জর গিফারী, মাওলানা শরিফুল ইসলাম মুহাম্মদপুরী, ওয়াসেকপুর আজিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদীন, মুফতী মাসুম বিল্লাহ এমদাদী ঢাকা, মাওলানা সৈয়দ আবদুল্লাহ চট্টগ্রাম, মাওলানা আহম্মদ উল্লাহ আজিজী, মাওলানা রহমাত উল্লাহ আমিনী, এম বশির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
১২৯ জন দেখেছেন

সেনবাগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৮:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সির হাট তাহ্সিনুল কুরআন হন্টারন্যাশনাল মাদ্রাসার হিফ্জ সম্পন্নকারী ২৩ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগের ছমির মুন্সিরহাট বাজার সংলগ্ন মুন্সি সেকান্দর আহম্মদ জামে মসজিদ সংলগ্ন মাঠে ব্যবসায়ী বশির আহম্মদ ও হাফেজ মাওলানা এমরানের সভাপতিত্বে এবং এ্ইচ এম নাছরুল্লাহ সঞ্চালনায় অনু্িষ্ঠত ক্বিরাত সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ক্বিরাত পরিবেশন করেন, বিশ্বখ্যাত ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, শায়েখ ইয়াসির শারক্বাউঈ (মিশর), ক্বারী হামিদ রেজা আহম্দী ওয়াফা (ইরান), ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ (মরক্কো) ও ক্বারী হাম্মাদ আনওয়ার নাফিসী (পাকিস্তান)।

তাদের সুমধুর কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত শুনে মুগ্ধ হন হাজারো দর্শক-শ্রোতা। ক্বিরাত পরিবেশনের পূর্বে এ বছর অত্র মাদ্রাসা থেকে হিফ্জ সম্পন্নকারী ২৩ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান আকর্ষন শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।

সম্মেলনের প্রথম দিন রোববার (২ ডিসেম্বর) পবিত্র কুনআন থেকে তাফসীর পেশ করেন, জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন, মুফতি সাঈদ আহমদ (কলরব), ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসা পরিচালক আল্লামা মুফতি শহিদুল্লাহ, মুফতি নাজমুল ইসলাম সুহিলপুরী, হাফেজ মাওলানা আবু জর গিফারী, মাওলানা শরিফুল ইসলাম মুহাম্মদপুরী, ওয়াসেকপুর আজিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদীন, মুফতী মাসুম বিল্লাহ এমদাদী ঢাকা, মাওলানা সৈয়দ আবদুল্লাহ চট্টগ্রাম, মাওলানা আহম্মদ উল্লাহ আজিজী, মাওলানা রহমাত উল্লাহ আমিনী, এম বশির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বাখ//এস