ডামুড্যায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর মারকাজুত তাহফিজ মাদ্রাসায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী ২৯ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ও ডামুড্যা উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে উপজেলার ১৩ টি প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিকেলে প্রতিযোগীতায় প্রতিটি গ্রুপ থেকে ১ম থেকে ৭ম স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন ডামুড্যা শাখার সভাপতি মুফতি আব্বাস ইবনে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ভোজেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা ওলামা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন,হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার,বুড়ির হাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাব্বির আহমেদ ওসমানী,শরীয়তপুর জেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস।
এ সময় আরো উপস্থিত, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ এনামুল সহ অন্যান্য ওলামা মাশায়েখগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন ডামুড্যা শাখার সাধারণ সম্পাদক মুফতি খবির উদ্দিন।
বাখ//এস