০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পটুয়াখালী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পটুয়াখালী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান দেশের পরিস্থিতিতে সকলের ঐক্যের মাধ্যমে বিগত অশুভ শক্তিকে প্রতিহত করতে সবার সহযোগিতার পাশাপাশি, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ট্রাফিক ব্যাবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ে অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।
পরে সাংবাদিকদের অভিমত ও পরামর্শ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুলসহ পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বাখ//এস