পাকুন্দিয়া পৌর কৃষক দলের ৪১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর জাতীয়তাবাদী কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক এড. মাজহারুল ইসলাম ও সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ ওবায়েদের যৌথ স্বাক্ষরে জালাল মোহাম্মদ শাওন সভাপতি ও মো. রাজিব আহম্মেদকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয় গত রবিবার রাতে। নব-গঠিত কমিটির সাধারন সম্পাদক মো. রাজিব আহম্মেদ আজ বৃহস্পতিবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন- সহ সভাপতি চন্তু মিয়া, মো. জজমিয়া, মো. মাসুম মিয়া, মো. কাইয়ুম, আলী হোসেন, মো. বাচ্চু মিয়া, মো. জোওয়াদ মিয়া ও মো. শহীদ মিয়া। যুগ্ম সাধারন সম্পাদক- মো. সোহাগ, দ্বীন ইসলাম ও মো. সামাদ মিয়া। সহ-সাধারন সম্পাদক- খোকন মীর ও মো. উবায়দুল্লাহ পাভেল। সাংগঠনিক সম্পাদক- মো. মামুন মিয়া। সহসাংগঠনিক সম্পাদক- মো. নাইম ইসলাম ও মো. আফাজ উদ্দীন। ক্রীড়া সম্পাদক- মো. রনি লাট। নাট্য সম্পাদক- মো. নাজিমুদ্দিন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রাহুল। আন্তজার্তিক বিষয়ক সম্পাদক- মো. রফিক। সমাজসেবা বিষয়ক সম্পাদক- মো. আসাদ। কৃষি বিষয়ক সম্পাদক- মো. মামুন মিয়া। ধর্ম বিষয়ক সম্পাদক- মো. সারাফুল মিয়া। দপ্তর সম্পাদক- মো. আসাদ মিয়া। সহদপ্তর সম্পাদক- মো. রাসেল মিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো. মাহফুজ আহমেদ। প্রচার বিষয়ক সম্পাদক- মো. শামীম মিয়া। সহপ্রচার বিষয়ক সম্পাদক – মো. ছোটন মিয়া। কোষাধ্যক্ষ- এমদাদুল হক হিমেল প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পাকুন্দিয়া পৌর জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে গত রবিবার (১ ডিসেম্বর) দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর দলের ত্যাগী ও পরীক্ষিত এক দল তরুণদের দিয়ে পূর্নাঙ্গ এ কমিটির চ‚ড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মো. রাজিব আহম্মেদ বলেন, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন- আমরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে কৃষক দলকে আরও এগিয়ে নিয়ে যাব। সর্বক্ষেত্রে দলের নির্দেশনা মেনে সংগঠনকে গতিশীল রাখতে কাজ করে যাবো।
বাখ//ইস