০১:০৪ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোয়া তুলছে ভারত : রুহুল কবির রিজভী
পাশের দেশ ভারত সাম্প্রদায়িকতার ধুয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উসকে দিয়ে উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।
রুহুল কবির রিজভী বলেন, যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, তাদের সঙ্গে কোনও ব্যাবসা-বাণিজ্য হতে পারে না। ৫ আগস্টের আগের সরকার ঘৃনিত সরকার। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রকামী মানুষকে হত্যা-গুম করতো। কিন্তু তাদের পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
কট্টর হিন্দুবাদীদের উসকে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার, অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
বাখ//আর